ক্যালকেরিয়া ফ্লোর I Calcarea Fluor (Calcium Fluoride)
১। হাড়ের
উপর কঠিন গ্রন্থিময় স্ফীতি।
২। অস্থি
ও দন্তের অপুষ্টতা।
৩।
গ্রন্থির বিবৃদ্ধি।
৪।
দন্তক্ষয় বা কেরিজ।
৫।
গ্রন্থিসমূহের প্রস্তরবৎ কাঠিন্য।
৬। প্লীহা
অকৃতাদির প্রস্তাবৎ কাঠিন্য।
৭। ধমনী ও
শিরাসমুহের স্ফীতি।
৮।
জরায়ুর শিথিলতা, স্থানচ্যুতি ও কাঠিন্য।
৯। জরায়ু
হইতে অতিরিক্ত রক্তস্রাব।
১০। উদর
প্রাচীরের শিথিলতা অর্থাৎ পেট ঝুলিয়া পড়া।
১১। হার্ড
শ্যাঙ্কার।
১২।
জিহ্বা, গুহ্যদ্বার, স্তনবৃন্ত ফাটাফাটা।
১৩।
গর্ভাবস্থায় কোষ্ঠবদ্ধতা এবং প্রসব বেদনার শিথিলতা।
১৪।
শরীরের ত্বক কঠিন ও ফাটাফাটা।
১৫। বৃদ্ধ
বয়সে চক্ষুর ছানি।
১৬।
স্রাবি ও অস্রাবি দুই প্রকার অর্শ পীড়া।
১৭।
কটিবাত অথবা লাম্বাগো পীড়া।
ক্যালকেরিয়া ফস I Calcarea Phos (Calcium Phosphate)
১।
সর্বাঙ্গীণ অপরিপুষ্টতা ও রিকেট।
২।
রক্তাল্পতা, অজীর্ণতা ও ক্রমশঃ ক্ষীণ হওয়া।
৩।
শিশুদের দন্তোদগমকালীন পীড়া।
৪। নিউমোনিয়া,
মৃগী বা এপিলেপ্সী, হিস্টিরিয়া।
৫।
টাইফয়েড জ্বরের তরুণ অবস্থা।
৬।
একজিমা, আমবাত প্রভৃতি নানাপ্রকার চর্মপীড়া।
৭।
মায়ালজিয়া। পায়ের ডিমের আক্ষেপ।
৮। টিটানি
পীড়া। যকৃতের সিরোসিস। শোথ।
৯। মূত্রযন্ত্রের
প্রদাহ বা ব্রাইটস্ ডিজিজ।
ক্যালকেরিয়া সালফ I Calcara Sulph (Calcium Sulphate)
১। পুজ,
রক্তস্রাব।
২।
গুহদ্বারের নিকটে ব্রণ বা ফোড়া।
৩। বাগী।
কার্বাঙ্কল। গণোরিয়া।
৪। শোথ ও
পুরাতন গ্রন্থিস্ফীতি।
৫। নিউমোনিয়ার
তৃতীয় অবস্থা।
৬।
সিফিলিস, টনসিলাইটিস, স্পারমাটোরিয়া, ইত্যাদি রোগের তৃতীয় অবস্থা।
৭। মাড়ির
ক্ষত ও শিশুদের মন্তকের ক্ষত।
ফেরাম ফস্ I Ferrum Phos (Iron Phosphate)
১।
রক্তাধিক্য, জ্বর ও প্রাদাহিক রোগ।
২।
পেশীসমূহের শিথিলতা ও দুর্বলতা।
৩। রক্তাল্পতা,
এনিমিয়া, ক্লোরাসিস্ ও লিউকিমিয়া অর্থাৎ
রক্তের শ্বেতকণিকা বৃদ্ধি ইত্যাদি।
৪।
ক্ষুধামান্দ্য, স্বল্পবুদ্ধি ও নিরুৎসাহ ভাব।
৫।
রক্তাধিক্যের জন্য রক্তস্রাব ও বেদনা।
৬।
আঘাতজনিত ক্ষত ও কালশিরা দাগ।
৭। দন্ত
উত্তোলনজনিত রক্তস্রাব।
৮।
ক্রমাগত ভুক্তবস্তু বমন।
৯।
পুরিসি, ফুসফুসপ্রদাহ, ব্রঙ্কাইটিস, কাশি ও ক্রুপ, হুপিং কাশি,ইত্যাদি পীড়ায়।
১০।
রক্তাধিক্যজনিত অনিদ্রা।
১১।
নিউরেসথেনিয়াজনিত অবসন্নতা ও বুক ধড়ফড়ানি।
ক্যালি মিউর I Kali Mur (Potassium Chloride)
১। খারাপ
গো-বীজে টীকা দেওয়ার পর চর্মপীড়া।
২। প্লেগ
ও বসন্ত।
৩। দগ্ধ
হইয়া ফোস্কা।
৪। কর্ণের
নানাবিধ পীড়া, বিশেষতঃ কানের সর্দি ইত্যাদি দ্বিতীয় বা শেষ অবস্থা।
৫।
ডিপথেরিয়া, আমাশয়, ক্রুপ।
ক্যালি ফস্ I Kali Phos (Potassium Phosphate)
১। মানসিক
অবসন্নতা, বিরক্তি, উত্তেজনা, ভীতি, অহেতুক ক্রন্দন,স্নায়বিক দুর্বলতা।
২।
উদ্বিগ্ন সন্ধিগ্ধ চিত্ত, স্মরণশক্তির হ্রাস, অবসাদ ও মস্তিস্কের কোমলতা।
৩। বেদনা
ও পক্ষাঘাত।
৪।
অনিদ্রা।
৫। রক্ত ও
রসসমূহের পচন ও দুর্গন্ধ।
৬।
রক্তকণিকার শীঘ্র শীঘ্র ধ্বংস প্রাপ্তি।
৭। উন্মাদ
ও চিত্তবিভ্রম।
৮।
টাইফয়েড ও ওলাউঠা।
৯। যে-কোন
স্থান হইতে কালচে রক্তস্রাব।
ক্যালি সালফ I Kali Sulph (Potassium Sulphate)
১।
প্রদাহের তৃতীয় অবস্থা।
২। বসন্ত,
হাম বা যে-কোন চর্মপীড়ায় খুষ্কি উঠা। চর্ম শুষ্ক ও কর্কশ।
৩।
সর্বপ্রকার হরিদ্রাবর্ণ পাতলা স্রাব।
৪।
শ্বাসযন্ত্রের প্রাদাহিক পীড়ার তৃতীয় অবস্থা।
নেট্রাম মিউর I Natrum Mur (Sodium Chloride)
১। শরীরের
শীর্ণতা ও অপরিপোষণ।
২।
ম্যালেরিয়া ও অতিরিক্ত কুইনাইন সেনজনিত শীর্ণতা।
৩।
রিকেটস, টিউবারকুলোসিস ও অপোষণ।
৪।
যৌবনাবস্থায় পীড়া।
৫।
রক্তাল্পতা, রক্তের শ্বেতকণিকা বা জলীয়াংশ বৃদ্ধি।
৬।
শিরঃশূল ও পাকস্থলীর শূলবেদনা।
৭। জলবৎ
শ্লেষ্মা বমন।
৮। চক্ষুর
শূলবৎ বেদনা।
৯। বহু
দিবস স্থায়ী কোষ্ঠবদ্ধতা।
১০। বড় ও
ছোট ক্রিমি, তৎসহ মুখ দিয়া জল উঠা।
১১।
শ্বাস-কাশ, পীড়া যাহা শীতকালে বৃদ্ধি পায়।
১২। হুপিং
কাশি পীড়া; যখন থুতুর মত শ্লেষ্ম নির্গত হয় ও চক্ষু দিয়া জল পড়ে।
১৩। অতি
বৃহৎ গলগণ্ড।
১৪।
হাঁটুতে হারপিজ বা চর্ম পীড়া।
১৫।
স্নায়ুশূল, রাগ বা উদ্বেগের পর পক্ষাঘাত, ভয় পাইয়া কোরিয়া বা তাণ্ডবরোগ।
১৬। জল
বসন্ত।
১৭। নিঃসৃত
পদার্থ (কফ ইত্যাদি) জলবৎ তরল অথবা বার্লি সিদ্ধর মত।
১৮।
একশিরা বা অণ্ডকোষে জল সঞ্চয়।
১৯।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিরঃপীড়া; বিশেষতঃ মস্তকের সম্মুখভাগে (কপালে)
মাথায় খুক্তি, ছানি,
জরঠুঁটা,ঠোঁটের উপর ফুস্কুড়ি, হাতের তালুতে
আঁচিল, কড়া, ইত্যাদি রোগ।
নেট্রাম ফস্ I Natrum Phos (Sodium Phosphate)
১।
অম্নজনিত পীড়া, বাত, অজীর্ণ ইত্যাদি।
২।
অম্নবমন, শিরঃপীড়া, অম্লশূল ইত্যাদি।
৩। গোড়ালি
সন্ধিতে একজিমার ন্যায় চুলকানি।
৪।
শিরঃপীড়া, বমনোদ্বেগ, দৃষ্টিশক্তির ক্ষীণতা।
৫।
সদ্যপ্রসূত শিশুর চক্ষু-প্রদাহ।
৬।
দৃষ্টিশক্তির হীনতা, চক্ষের সামনে যেন জোনাকী পোকার ন্যায় উজ্জ্বল আলো দেখা
যায়।
৭।
তৈলাক্ত দ্রব্য ভক্ষণের পর অজীর্ণ পীড়া।
৮। কামলা
বা জণ্ডিস।
৯। যকৃৎ
দোষের জন্য বহুমূত্র পীড়া।
১০।
প্রমেহ পীড়া।
১১।
বন্ধ্যাত্ব।
নেট্রাম সালফ I Natrum Sulph (Sodium Sulphate)
১। শ্লেষাধিক্য
ধাতু।
২। পুরাতন
প্রমেহ পীড়ায় গাঢ় হরিদ্রাভ বা সবুজ-হরিদ্রাভ স্রাব।
৩।
বহুমূত্র, পিত্তবমন, পিত্তজ্বর।
৪। জরায়ু
হইতে অতিরিক্ত রক্তস্রাব।
৫। ম্যালেরিয়া,
কামলা, জিহ্বায় তিক্ত আহাদ, মুখেও তিক্ত আস্বাদ।
৬।
শর্করাযুক্ত বহুমূত্র পীড়া।
৭। শোথ,
দক্ত।
৮। শ্বাস-কাশ,
মস্তিষ্কে আঘাত, আঁচিল, ইনফ্লুয়েঞ্জা, লিউকোরিয়া ইত্যাদি।
ম্যাগনেসিয়া ফস্ I Magnesia Phos (Magnesium Phosphate)
১। যে-কোন
প্রকার শূলবেদনা বা আক্ষেপ।
২।
খিচুনি, ধনুষ্টঙ্কার, মৃগী, আক্ষেপিক মূত্রবন্ধ ইত্যাদি।
৩।
কোরিয়া, শিরঃপীড়া, দন্তশূল ইত্যাদি।
৪।
ক্যান্সার পীড়া।
৫।
ঋতুশূল, কষ্টরজঃ।
৬।
আক্ষেপিক কাশি, হৃৎশূল।
৭।
ক্যাথিটার দিবার সময় অথবা পরে মূলীর আক্ষেপ।
সাইলিসিয়া I Silicea
১।
নালীক্ষত।
২। পায়ের
ঘর্ম বন্ধ হইয়া ছানি, শিরঃশূল।
৩। পুরাতন
অজীর্ণ রোগ।
৪।
নৈশ-ঘর্ম, স্বরভঙ্গ, আঙ্গুলহাড়া, গ্রন্থির বিকৃদ্ধি।
৫। মূত্র
পাথরী।
৬। বৃদ্ধ
বয়সে বহিঃকর্ণের শুষ্কতা বৃদ্ধি হইয়া শ্রবণশক্তির হ্রাস।