রবিবার, ১৩ মার্চ, ২০২২

বায়োকেমিক ১২টি ঔষধ :কোন রোগে ঔষধের কোন ক্রম দিতে হয়




ক্যালকেরিয়া ফ্লোর I Calcarea Fluor (Calcium Fluoride)

(ক) পাকস্থলীর ক্যান্সার পীড়ায় ইহার ৬x শক্তি পুনঃ পুনঃ দিতে হয়।

(খ) শিরা প্রসারণ (ভেরিকোস ভেন) পীড়ায় ইহার ২০০x ব্যবহার্য।

(গ) প্রসূতির স্তনে খুব বেশী দুগ্ধ হইলে ইহার ৬x শক্তি দিবেন।

(ঘ) চোখের ছানির কঠিন অবস্থায় ৩০x দিলেই ভাল।

(ঙ) কিন্তু চোখের পাখনার উপরে জলপূর্ণ অর্বুদ হইলে বা কাঠিন্য হইলে ইহার ৩x শক্তি বিশেষ কার্যকরী।

 

ক্যালকেরিয়া ফস I Calcarea Phos (Calcium Phosphate)

(ক) স্নায়বিক অবসাদ বা স্নায়ুশূল পীড়ায় ইহার ১২x ব্যবহার্য।

(খ) মস্তিস্ক খালি খালি বোধ ( Brain-fag) হইলে ইহার ৬x দিবেন এবং ডিজিনেস পীড়ায় ইহার ১x

   শক্তি আহারের পরপর সেবন করিতে দিবেন।

গ) শিশুদের ব্রহ্মতালু যেখানে জোড় লাগে না সেখানে ইহার ৩০x প্রযোজ্য।

ঘ) শিশুদের দাঁত উঠিবার সময় আক্ষেপ বা তড়কা বা ঐ সময়ে বমি হইলে ইহার ১২x ক্রম দিবেন।

ঙ) তামাক খাওয়ার ইচ্ছা দূর করিতে হইলে ইহার ৫x ক্রমেই কাজ হয়।

চ) হস্তমৈথুন প্রভৃতি নষ্ট করিবার জন্য ইহার ২০০x ক্রমের একটি মাত্রাই যথেষ্ট।

ছ) রজঃলোপ পীড়ায়, স্তন্যদাত্রী মাতার দুগ্ধ বৃদ্ধির জন্য ইহার ৬x শক্তি দিতে হয়। আবার কেহ কেহ   

  বলেন,অন্যদাত্রী মাতার শুনে দুগ্ধ কম হইলে ইহার ৪x শক্তি আহারের সহিত খাইতে দিতে হয়।

জ) রক্তাল্পতা অর্থাৎ এনিমিয়া পীড়ায় ৩x শক্তি খুব ভাল কাজ করে।

ঝ) শারীরিক দুর্বলতায় ৬x শক্তি দিবেন, কিন্তু শারীরিক বৃদ্ধি যদি বন্ধ হইয়া যায়, তাহা হইলে বহু দিবস

  অন্তর অন্তর ২x শক্তি দিতে হয়।

ঞ) শিশুদের ভয় পাইয়া কাঁদার জন্য যেমন ইহার ৩x শক্তি ব্যবহার, তেমনি দুর্বলতায় ৬x এবং ত্রুপ, হুপিং কাশি ও উদরাময়ে ১২x শক্তি দিতে হইবে।

 

ক্যালকেরিয়া সালফ I Calcara Sulph (Calcium Sulphate)

(ক) দন্তমাড়ির স্ফোটকের পুঁজ উৎপত্তি বন্ধ করিতে হইলে ইহার ৩০x দিবেন।

(খ) বৃদ্ধবয়সের স্নায়ুশূল রোগে ১২x ব্যবহার্য।

 

ফেরাম ফস্ I Ferrum Phos (Iron Phosphate)

(ক) দাঁত তুলিবার জন্য রক্তস্রাবে ইহার ৩x শক্তি অমোঘ। তেমনি কাশিবার সময় আপনা হইতেই প্রস্রাব বাহির হইলে ওই ৩x শক্তিই দিতে হইবে।

(খ) বালকদের ব্রঙ্কাইটিসে ৬x, কিন্তু ক্রুপ কাশি বা হুপিং কাশিতে ১২x দিবেন।

(গ) মস্তকে রক্তাধিক্যের জন্য অনিদ্রা হলে ইহার ৩০x শক্তিই আশ্চর্য কাজ করে। কিন্তু অর্শের রক্তাধিক্যের জন্য প্রবল বেদনা ও বসিতে অক্ষম হইলে ইহার ২x শক্তি এক মাত্রাতেই কাজ হইবে।

(ঘ) ক্ষুধা বৃদ্ধি করিতে ফেরাম ফস ১২x অতীব কার্যকরী।

 

ক্যালি মিউর I Kali Mur (Potassium Chloride)

(ক) মধ্যকর্ণের পুরাতন সর্দির জন্য যদি বধিরতা হয়, তবে ইহার ৩x শক্তিই একমাত্র মহৌষধ।  

(খ) ক্রুপ বা কাশিতে ১২x দিতে হইবে।

(গ) একনি বা মুখের বয়োব্রণে, অথবা কামাইবার পর ক্ষুরের দোষে উদ্ভেদ হইলে ইহার ৬x শক্তিই ভাল।

(ঘ) সিফিলিস রোগের দ্বিতীয় অবস্থায় যখন গায়ে চাকা চাকা দাগ বাহির হয়, তখন ইহার ৩x শক্তি এবং আমাশয় রোগেও ৩x বিশেষ কাজ করে।  

(ঙ) শিশুদের যকৃৎ পীড়ায় ১২x অতি চমৎকার।

 

ক্যালি ফস্ I Kali Phos (Potassium Phosphate)

(ক) মাথায় খালি খালি বোধ হইলে (Brain-fag) ইহার ৬xশক্তি দিবেন।

(খ) এ্যামেনোরিয়া অর্থাৎ স্বল্পরজঃ রোগে ইহার ৬x শক্তি বিশেষ কার্য করে।

(গ) প্রসবব্যথা কালে ইহার ৪x শক্তি অতি অদ্ভুত ফল দেয়। কিন্তু অকার্যকরী প্রসবব্যথায় ২x শক্তি পরীক্ষিত।  

(ঘ)রোগীর যখন নাড়ী লোপ হয়, জ্বর কমিয়া যায়, তখন ইহার ২x শক্তি দিলে অদ্ভুত ফল পাইবেন।

(ঙ)হাঁপানি রোগে ইহার ৩x শক্তি ঘন ঘন ব্যবহার করিতে হয়।

 

ক্যালি সালফ I  Kali Sulph (Potassium Sulphate)

(ক) কাশি বা বৈকালে উত্তাপ বৃদ্ধি হইলে ইহার ১২x দিবেন।  

(খ) একজিমা পীড়াতেও ১২x দিতে হয়।

 

ম্যাগনেসিয়া ফস্ I Magnesia Phos (Magnesium Phosphate)

(ক) গলগণ্ড পীড়ায় ম্যাগনেসিয়া ফস ২০০x এক মাত্রা দিতে হইবে।

(খ) পাকস্থলীর দুঃসাধ্য শূলপীড়ায় প্রাতঃস্মরণীয় ডাঃ সামন্তের উপদেশএই ঔষধের ২x শক্তি বহুস্থানে দিয়া কোথাও বিফল হই নাই।  

(গ) প্রস্রাব রোধ হইলে ও হৃৎশূল ইত্যাদিতে ইহার ৬x শক্তি উষ্ণজলসহ ব্যবহার্য।

(ঘ) আক্ষেপিক প্রসবব্যথায় ১x শক্তি পুনঃ পুনঃ দিতে হয়।

(৬) কম্পজ্বরেও ইহার ১২ শক্তি পুনঃ পুনঃ দেওয়া উচিত।

 

নেট্রাম মিউর I Natrum Mur (Sodium Chloride)

(ক) পুরাতন প্রাতঃকালীন শিরঃপীড়ায় ইহার ২০০x ব্যবহার্য।

(খ) নাসিকায় কোমল পলিপস রোগে ৩০x শক্তি দিবেন।

(গ) বহুদিবস স্থায়ী কোষ্ঠবদ্ধতা রোগে ২০০x পরীক্ষিত।

(ঘ) গর্ভাবস্থায় স্তনগ্রন্থি অতিশয় বৃদ্ধি পাইলে ২০০x দিবেন।

(ঙ) ঋতুকালে স্ত্রীলোকের বিষন্নতা রোগ হইলে (মেলানিয়া) ইহার ৩০x শক্তি আরোগ্য করে।

(চ) শীতকালে বৃদ্ধি পায়এইরূপ শ্বাসকাশ পীড়ায় ২০০x ফলপ্রদ।

(ছ) রক্তহীনতা রোগে ১২x ব্যবহার্য।

(জ) চক্ষু উঠিতে থাকিলে ১x দ্বারা ধৌত করা ভাল।

 

নেট্রাম ফস্ I Natrum Phos (Sodium Phosphate)

(ক) সদ্যোজাত শিশুর চক্ষুপ্রদাহে ১২x শক্তি দিতে হয়। কিন্তু স্ক্রুফুলাদুষ্ট চক্ষু-প্রদাহে ইহার ২০০x-ই ফলপ্রদ।

(খ) শূলপীড়ায় ৬x শক্তি দিবেন।

(গ) ক্রিমির জন্য ২x বা ৩x শক্তি ভাল।

(ঘ) চক্ষুতে পিঁচুটি পড়িতে থাকিলে ইহার ৬x দিবেন।

(ঙ) শুক্রতারল্য রোগে ২০০x।

 

নেট্রাম সালফ I Natrum Sulph (Sodium Sulphate)

(ক) সীসশূল পীড়ায় ১x বা ২x বিচুর্ণ পুনঃ পুনঃ সেবন করিতে দিতে হইবে।

(খ) মলত্যাগান্তে মনে আনন্দ উপস্থিত হইলে ৩০x উপযোগী।

(গ) পুরাতন প্রমেহ পীড়ায় ৩x চুর্ণ পুনঃ পুনঃ দিতে হইবে।

(ঘ) অণ্ডকোষে জলসঞ্চয় রোগের পুরাতন অবস্থায় ২০০x উপকারী।

(ঙ) গাউট বা বাত পীড়াতে পিত্তলক্ষণ বর্তমানে ৬x শক্তি দরকার

 

সাইলিসিয়া I Silicea

(ক) সন্যাস (এপোপ্লেক্সি) রোগে ইহার ৩০x অতীব ফলপ্রদ।

(খ) পূঁজ উৎপত্তি করাইবার জন্য ইহার ৬x ব্যবহার্য।

(গ) জলপূর্ণ অবুদে ২০০x দিবেন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অনিদ্রা ( INSOMNIA) (SLEEPLESSNESS) রোগে হোমিওমতে লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি

    ঔষধ লক্ষণ শক্তি CALCAREA CARB মেদপুর্ন কালো লোক মাথা ঘামে- টক গন্ধ ঘামে বালিশ ভিজে, ...