|
ঔষধ |
লক্ষণ |
শক্তি |
|
ABIES NIGRA |
পেটের ভিতর যেন গোলার
মত কি পদার্থ। |
6 |
|
ANTIM CRUD |
দুধ সাদা জিহ্বা, ভুক্ত খাদ্য দ্রব্য
আস্বাদ বিশিষ্ট বায়ু ও তরল পদার্থ উদগীরন। |
3X, 6 পুরাতন:200 ,1M |
|
HYDRASTIS |
টক বা পচা উদগার। |
3X, 6 পুরাতন:200 ,1M |
|
NUX VOMICA |
হিংসুটে, ভীষণ রাগী, কলহপ্রিয়, শীতকাতর, মদ্যপায়ী,
নেশাখোর, অতিরিক্ত রাত্রি জাগরন, অধিক মসলা যুক্ত খাবার অধিক ভোজন
জনিত কারনে খাদ্য ভাল পরিপাক না হয়ে পেট ব্যাথা, মুখে টক
জল উঠে। |
3X, 6 পুরাতন:200 ,1M |
|
CARBO VEG |
অন্ধকারে ভুতের ভয়,পাখার বাতাস চায়, শীতকাতর, পরিপাক না হয়ে পেচ ফাঁপে, বিশেষ করে নিচের পেট, ঢেকুরে আরাম বোধ। |
30, 200 পুরাতন:200 ,1M |
|
LYCOPODIUM |
গরমে কাতর, পীড়ায় বেশ ক্ষুধা হয়, সামান্য আহারে
মনে হয় পেট ভরে গেছে, পেট ফাঁপে, টক ঢেকুর, ভুটভাট করে পেট
ডাকে। বিকাল ৪টা থেকে রাত ৮টা রোগ বৃদ্ধি। |
6, 30, 200 পুরাতন:1M, 10M |
|
NATRUM CARB |
শীতকাতর, দুধ খাইলে অর্জীন বা উদরাময়। পেট ভার
বোধ বায়ু সঞ্চয় হয়ে পেট ফুলে। কখনো কোষ্ঠবদ্ধ, ককনো টক গন্ধ যুক্ত তরল মল, শাকসব্জি পানাহারে রোগ বৃদ্ধি। |
6,30 পুরাতন:200 ,1M |
|
IPECAC |
ঘৃত পক্ক, মাংস, অধিক মিষ্টি, গুরুপাক দ্রব্য আহারে
পেট বেদনা, পাতলা পায়খানা, বমি বমি বমিভাব। |
3X,6 |
|
PULSATILLA |
শান্ত, গরম কাতর, চর্বিযুক্ত মাংস, ঘৃত পক্ক দ্রব্য, অধিক মিষ্টি আহারে অর্জীন বা উদরাময় পেট বেদনায়। |
3X |
|
MAGNESIA CARB |
খিটখিটে, বদমেজাজ, শীতকাতর, মাংস খাবার পছন্দ।
দুধ অসহ্য, পেট ফাঁপে, বুক জ্বলে টক ঢেকুর, মুখ টক
আস্বাদ, রুটি, আলু, দুধ খেলে পেটে বায়ু জমে, শূল ব্যাথা হয়। |
30, 200 |
|
CHINA |
সমস্ত পেট ফাঁপা, ফল খেলে পেটের অসুখ, খাদ্য হজম
না হয়ে আস্ত বা অর্ধ ভাঙ্গা নির্গমন |
3X, 6, 30, 200 |
|
CARICA PAPAYA |
হজম শক্তি দুর্বল, মাংস, ডিম, দুধ, গুরুপাক দ্রব্য হজম হয়না। চোখহলদে, পেট ফোলা। |
Q, 3X |
|
SULPHUR |
গরম কাতর, অপরিচ্ছন্ন , পায়ের তলায় জ্বালা শরীরে
দুগন্ধ ঘাম। রুটি আলু, ঘৃত প্রভৃতি আহারে পেট ফাঁপে, টক ঢেকুর। |
30, 200 পুরাতন:1M, 10M |
|
NATRUM PHOS |
টক ঢেকুর, বুক জ্বলে, মুখে টক জল উঠে। হরিদ্রা জিহবা, আহারে
পর পেট বেদনা। অম্ল গন্ধযুক্ত বাহ্যে, অম্ল বমন। |
6X, 12X |
|
NATRUM MUR |
লবন প্রিয়, তিক্ত ঝাল খাইবার ইচ্ছা। রুটি খেলে
অর্জীন, মুখে টক জল উঠে, মাথা ধরে, পিপাসা। |
6X, 12X |
|
CALCAREA PHOS |
রক্তহীন দুর্বল জীর্নদের হজম শক্তির দুর্বলতা।
আহারে অনিচ্ছা, উদরে বায়ু জমে। |
3X, 6X |
|
KALI MUR |
তৈলাক্ত উদ্গার, জিহ্বা সাদা বর্নের প্রলেপ। |
6X |
হোমিওপ্যাথি ওষুধের নাম ও কাজ হোমিওপ্যাথিক বই ডাউনলোড বাংলা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি কি কাজ করে? হোমিওপ্যাথি ডাক্তার অনলাইন হোমিও চিকিৎসা হোমিও ঔষধের নাম ও কাজ pdf আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা ফ্রি হোমিও চিকিৎসা Homeopathic medicine homeopathic treatment bangladesh
রবিবার, ১৩ মার্চ, ২০২২
অর্জীন (বদ হজম) (DYSPEPSIA) রোগে হোমিওমতে লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
অনিদ্রা ( INSOMNIA) (SLEEPLESSNESS) রোগে হোমিওমতে লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি
ঔষধ লক্ষণ শক্তি CALCAREA CARB মেদপুর্ন কালো লোক মাথা ঘামে- টক গন্ধ ঘামে বালিশ ভিজে, ...
-
ক্যালকেরিয়া ফ্লোর I Calcarea Fluor (Calcium Fluoride) (ক) পাকস্থলীর ক্যান্সার পীড়ায় ইহার ৬x শক্তি পুনঃ পুনঃ দিতে হয়। (খ) শিরা প্রসা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন