রবিবার, ১৩ মার্চ, ২০২২

অর্জীন (বদ হজম) (DYSPEPSIA) রোগে হোমিওমতে লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি

ঔষধ

লক্ষণ

শক্তি

ABIES NIGRA

পেটের ভিতর যেন গোলার মত কি পদার্থ

6

ANTIM CRUD

দুধ সাদা জিহ্বা, ভুক্ত খাদ্য দ্রব্য আস্বাদ বিশিষ্ট বায়ু ও তরল পদার্থ উদগীরন।

3X, 6 পুরাতন:200 ,1M

HYDRASTIS

টক বা পচা উদগার।

3X, 6 পুরাতন:200 ,1M

NUX VOMICA

হিংসুটে, ভীষণ রাগী, কলহপ্রিয়, শীতকাতর, মদ্যপায়ী, নেশাখোর, অতিরিক্ত রাত্রি জাগরন, অধিক মসলা যুক্ত খাবার অধিক ভোজন জনিত কারনে খাদ্য ভাল পরিপাক না হয়ে পেট ব্যাথা, মুখে টক জল উঠে।

3X, 6 পুরাতন:200 ,1M

 

CARBO VEG

অন্ধকারে ভুতের ভয়,পাখার বাতাস চায়, শীতকাতর, পরিপাক না হয়ে পেচ ফাঁপে,   বিশেষ করে নিচের পেট, ঢেকুরে আরাম বোধ।

30, 200 পুরাতন:200 ,1M

LYCOPODIUM

গরমে কাতর, পীড়ায় বেশ ক্ষুধা হয়, সামান্য আহারে মনে হয় পেট ভরে গেছে, পেট ফাঁপে, টক ঢেকুর, ভুটভাট করে পেট ডাকে। বিকাল ৪টা থেকে রাত ৮টা রোগ বৃদ্ধি।

6, 30, 200  পুরাতন:1M, 10M

 

 

NATRUM CARB

শীতকাতর, দুধ খাইলে অর্জীন বা উদরাময়। পেট ভার বোধ বায়ু সঞ্চয় হয়ে পেট ফুলে। কখনো কোষ্ঠবদ্ধ, ককনো টক গন্ধ যুক্ত তরল মল, শাকসব্জি পানাহারে রোগ বৃদ্ধি।

6,30 পুরাতন:200 ,1M

 

IPECAC

ঘৃত পক্ক, মাংস, অধিক মিষ্টি, গুরুপাক দ্রব্য আহারে পেট বেদনা, পাতলা পায়খানা, বমি বমি বমিভাব।

3X,6

PULSATILLA

শান্ত, গরম কাতর, চর্বিযুক্ত মাংস, ঘৃত পক্ক দ্রব্য, অধিক মিষ্টি আহারে অর্জীন বা উদরাময় পেট বেদনায়।

3X

MAGNESIA CARB

খিটখিটে, বদমেজাজ, শীতকাতর, মাংস খাবার পছন্দ। দুধ অসহ্য, পেট ফাঁপে, বুক জ্বলে টক ঢেকুর, মুখ টক আস্বাদ, রুটি, আলু, দুধ খেলে পেটে বায়ু জমে, শূল ব্যাথা হয়।

30, 200

CHINA

সমস্ত পেট ফাঁপা, ফল খেলে পেটের অসুখ, খাদ্য হজম না হয়ে আস্ত বা অর্ধ ভাঙ্গা নির্গমন

3X, 6, 30, 200

 

CARICA  PAPAYA

হজম শক্তি দুর্বল, মাংস, ডিম, দুধ, গুরুপাক দ্রব্য হজম হয়না।  চোখহলদে, পেট ফোলা।

Q,  3X

SULPHUR

গরম কাতর, অপরিচ্ছন্ন , পায়ের তলায় জ্বালা শরীরে দুগন্ধ ঘাম। রুটি আলু, ঘৃত প্রভৃতি আহারে পেট ফাঁপে, টক ঢেকুর।

30, 200 পুরাতন:1M, 10M

NATRUM PHOS

টক ঢেকুর, বুক জ্বলে, মুখে টক জল উঠে। হরিদ্রা জিহবা, আহারে পর পেট বেদনা। অম্ল

গন্ধযুক্ত বাহ্যে, অম্ল বমন।

6X, 12X

NATRUM MUR

লবন প্রিয়, তিক্ত ঝাল খাইবার ইচ্ছা। রুটি খেলে অর্জীন, মুখে টক জল উঠে, মাথা ধরে,

পিপাসা।

6X, 12X

CALCAREA PHOS

রক্তহীন দুর্বল জীর্নদের হজম শক্তির দুর্বলতা। আহারে অনিচ্ছা, উদরে বায়ু জমে।

3X, 6X

KALI MUR

তৈলাক্ত উদ্গার, জিহ্বা সাদা বর্নের প্রলেপ।

6X


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অনিদ্রা ( INSOMNIA) (SLEEPLESSNESS) রোগে হোমিওমতে লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি

    ঔষধ লক্ষণ শক্তি CALCAREA CARB মেদপুর্ন কালো লোক মাথা ঘামে- টক গন্ধ ঘামে বালিশ ভিজে, ...